কবিতায় বর্ণালী মুখার্জী

ছোটবেলা
ছোটবেলার দিনগুলো এখনো পড়ে মনে,
পাপিয়া রাজিয়া চৈতিরা সব কেমন আছে কে জানে??
কুমিরডাঙা কানামাছি পুরনো সুখস্মৃতি,
লুকোচুরি খেলা এখন হয়েছে বিস্মৃতি।
মায়ের বেদম মার খেয়েও পড়তে বসে ঢুলতাম,
পড়ার ফাঁকে সবাই মিলে চোর পুলিশ খেলতাম।
কারেন্ট নুনের মজা ছিল জিভের ডগায় দিয়ে,
স্কুলের বাক্সে জমতো মজা টিফিন টাইমে।
ছুটির ঘন্টা পড়লেই এক ছুট্টে বাড়ি,
জামা জুতো ছত্রাকার মাঠে দিতাম পাড়ি।
লাল নীল হলুদ ঘুড়ি কাটাকুটির মজা,
পড়া না পারলে কান ধরে নীলডাউনের সাজা—
মন ক্যামেরায় রঙিন শৈশব ডানা মেলে উড়ে চলে,
এক মুঠো রোদ্দুর ভেসে ভেসে যায় দূরের আকাশ পানে।।