প্রবাসী ছন্দে বিচিত্র কুমার

লাভ ভাইরাস
ইদানিং, কোন কাজে মন বসে না;
না জানি কোন চিনতাই,
হঠাৎ আমার মনটা হয়ে গেছে ছিনতাই।
ছিনতাই কুমারীর সঠিক হয়তো নাম জানি না;
মুখটা যেনো চিনা চিনা,
হৃদয়টা নিয়ে গেলো দূরন্ত মীনা।
লাভ ভাইরাস আমার হৃদয়ে বাসা বেঁধেছে
সে রাতের ঘুম দুচোখ থেকে কেড়ে নিয়েছে?
দিনের আলোয় আঁধার দেখি রাতেরবেলা রঙিন
তাঁর চিন্তায় ভেবে ভেবে কেটে যায় দিন।
যে আমার মনটা করেছে ছিনতাই,
বসে বসে সারাক্ষণ করি শুধু তাঁর চিন্তাই।
শ্রাবণ মেঘের দিন
উরু উরু মেঘগুলো…
চাতক পাখির মতো চেয়ে থাকে বৃষ্টির দিকে;
হৃদয়ের ভিতরে বিজুলি চমকায়,
গুড় গুড় করে দেওয়া ডাকে।
কোথায় তুমি বৃষ্টি এসো না ফিরে?
আনমনা বৃষ্টি থাকে যেনো সে দূরে?
না জানি কী অভিমান শ্রাবণের উপরে?
কালো কালো মেঘগুলো জমে হৃদয়ের গভীরে।
নদী-নালা খাল-বিল ডাকে বিতৃষ্ণায়
ঝকমকে আকাশ বিরহের গান গায়।
ভরা বর্ষার মৌসুমে তোমাকে খুব মনে পড়ে;
শ্রাবণ মেঘের দিনে,
তুমি না হয় এক পশলা বৃষ্টি হয়ে ঝরো
এসে আমার হৃদয় গহীনে।