কবিতায় পদ্মা-যমুনা তে বিচিত্র কুমার

একজোড়া বাঁকা চোখ
সে যেনো দাঁড়িয়ে রয়েছে অসংখ্য সবুজ পাতার আড়ালে;
তার চোখে মুখে হাত রেখে সাদাপাড়া হলুদবর্ণের শাড়িতে;
তার একজোড়া বাঁকা চোখ শুধু তাকিয়ে রয়েছে প্রতীক্ষায়
নিদারুণ রিমঝিম বৃষ্টি দিনে আষাঢ়ের আশাতে।
তার ভেজা ভেজা চুলগুলো উড়ছে রৌদ্রের নেশাতে,
ঝিরিঝিরি দক্ষিণাবাতাসে।
ওই দূর আকাশের গাঁয়,কে যেনো মেঘ গুর গুর করে তোমাকেই ডাকছে?
নকশীকাঁথার মাঠে কিংবা এই ধান শালিকের দেশে;
তুমি কিছুতেই শুনছো না নীরবে একাকী দাঁড়িয়ে দাঁড়িয়ে
হয়তো বা বারবার ফিরে দিচ্ছো তাকে।
তুমি একবার তাকিয়ে দেখো? ওই আকাশের প্রাণে শুভ্রজল ঝরছে;
ঝিমঝিম রিমঝিম বৃষ্টি ভেজা দিনে,
হয়তো আকাশের বুকে রঙধনু সাজিয়েছে তোমার এক প্রেমিক;
ওগো তুমি একরার হাতটি সরিয়ে দেখো তোমার হৃদয়ের আয়নায় ;
হয়তো বা আমিও একগুচ্ছ কদম ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছি
শুধু তোমারই প্রতীক্ষায়।