কবিতায় পদ্মা-যমুনা তে বিচিত্র কুমার

মিথ্যার যুগ
চারদিকে মিথ্যার ছড়াছড়ি
মানুষের মুখে মুখে মিথ্যার বুলি;
এই পথ থেকে বেরিয়ে চলার জন্য আমি
বারবার খেয়েছি বুলেটের গুলি।
সেটা হয়তো প্রিয়জনের দেওয়া আঘাত:
কিংবা এই সমাজের।
লোকমুখে কখনো পাগল কখনো ছাগল
কখনো ভেড়া হয়েছি;
কেউ কেউ আবার বলেছে রেগে মাথার সমস্যা,
যখন তাদের সামনে সত্যের আয়নাটা ধরেছি।