কবিতায় পদ্মা-যমুনা তে বিচিত্র কুমার

আশ্বিন
আশ্বিন গা করে শিন্ শিন্
রৌদ্র উঁকি মারে দিনদিন।
ছুটে চলে ওই সাদা বক
কাশফুলের উড়িবার শখ।
শঙ্খচিল ডানা মেলে
উড়ে যায় খালে-বিলে।
সাদা মেঘ ঘোরেফিরে
হঠাৎ যেন বৃষ্টি ঝরে।
গীত গায় শীতপাখি
একটু একটু খুলে আঁখি।
ঝলমলে বাঁকা চাঁদ
জোনাকিদের বসে হাট।
উড়ে আসে হাল্কা কুয়াশা
লাগে যেন একটু ধুয়াশা।