কবিতায় পদ্মা-যমুনা তে বিচিত্র কুমার

বিজুলি মেয়ে ও আকাশ
তোর মায়াবী চোখে চোখটি রেখে
আমার কাটে রঙিন দিন,
ইচ্ছে নদীয় আমি হারিয়ে যাই
বুকের মধ্যে বাজে সুখের বীণ।
বুকের মধ্যে বিজুলি চমকায়
যখন তুই ফিরে ফিরে চাস,
মধ্য দুপুর উতাল পাতাল
তুই যখন চলে যাস।
একটুখানি তুই দূরে গেলে
নীল আকাশ কালো হয়ে যায়,
রঙধনুর রঙ মিশে যায় দিকেদিকে
আকাশের বুকে বৃষ্টি শুখিয়ে যায়।
তুই তাকাস কেন আমার দিকে
বুকের ভিতর আঁকিস কেন আকাশ?
তুই তাকালেই থমকে দাঁড়ায়
আমার বুকের বাঁ পাশ।