কবিতায় পদ্মা-যমুনা তে বিচিত্র কুমার (গুচ্ছ কবিতা)

৪| আধুনিক প্রেমিকা
নীল আকাশে সাদা সুদর্শন মেঘ দেখে
মেঘপরীরা কেউকেউ হাতছানি দেয় নীড়ে,
কাশ তরুণীরা তুলতুলে তুলার শরীর নিয়ে:
কল্পনাতে চুমু দেয় উতলা হাওয়ায় উড়ে।
কথা চলে দিবানিশি প্রেমিকের সাথে সেলফোনে
ফুল আর ভ্রমরের বেশে যেন গুনগুনে।
টানাটানা চোখে তরুণীরা যেন খুব আধুনিক
ডাক দিলেই চলে আসে বুকে,
রঙিন ঘুড়ির মতো উড়তে আকাশের বুকে
আলো আর আঁধারে আনন্দ আর সুখে।
তারপর আবার হারায় যেন অন্যগ্রহে
প্রেম আর ভালোবাসা মোহে।
৫| তোর প্রেমে পড়েছি
যেদিন থেকে তোর ছবিটি
এঁকেছি আমার হৃদয় পাঁজরে,
সেদিন থেকেই হয়েছি আমি
রোমান্টিক হিরো রে।
বারবার দেখি যে মুখ
আয়নার দিকে চেয়ে,
কদিন আগে ছিলি তুই
অচিনা এক মেয়ে।
এখন কেন আর পারি না
তোর দিকে না চেয়ে,
বুকে ভিতর আগুন জ্বলে
যেন চিনচিনিয়ে।
ঘুম আসে না চোখের কোণে
দিন ফুরিয়ে যায়,
নির্ঘুম রাতে তোকে নিয়ে
কত না স্বপ্ন দেখে কাটায়।
দিবানিশি ছটফট করি
তোকে দেখার জন্য,
তোর ভালোবাসা পেলেই হবে
তবে আমার জীবন ধন্য।