কবিতায় বিপ্লব গোস্বামী

বৃষ্টি থামো
বৃষ্টি তুমি আর ঝরো না
অনেক হয়েছে,
এখন মোরা খেলতে যাব
বেলা হয়েছে।
একনাগাড়ে তিন দিন-রাত
বৃষ্ট হয়েছে,
ঘরে ডুবেছে দোর ডুবেছে
বন্যা হয়েছে।
বৃষ্টি তুমি আর ঝরোনা
অনেক হয়েছে,
মাঠ ডুবিয়ে ঘাট ডুবিয়ে
ফসল খেয়েছে।
নান্টু পান্টু মন্টু বল্টু
কারোই দেখা নাই,
খেলা বন্ধ স্কুল বন্ধ
কেমনে দেখা পাই।
বৃষ্টি তুমি আর ঝরো না
অনেক হয়েছে,
ক’দিন হতে খেলনি তাই
ইচ্ছে হয়েছে।