কবিতায় বিপ্লব গোস্বামী

মা এখন বাবা
আজ মায়ের কপাল টিপহীন !!
অথচ ঐ কদিন আগে মা স্নান সেরে
প্রতিদিন সিঁদুরের টিপ পড়তেন কপালে।
মা এখন চন্দনের ফোঁটা পড়েন।
ঠিক যেন বাবার মতো
মা এখন বাবার সব দায়িত্ব পালন করেন।
এখন মায়ের হাত শাঁখাহীন !!
অথচ ঐ কদিন আগে মা স্নান সেরে
হাতের শাঁখায় সিঁদুর লাগাতেন।
শিঁথিতে সিঁদুর পড়তেন।
মা এখন বাবার মতো ভোরে ঘুম থেকে উঠে
মাঠে যান চাষবাস করতে।
পূজো এলে বাবা সবার জন্য কাপড় আনতেন
অথচ নিজে পুরনো ছেঁড়া কাপড় পড়তেন।
দারিদ্রতা ছিল আমাদের নিত্য সঙ্গী
কিন্তু কখনো মা বাবার ঝগড়া দেখিনি।
এখন মা আমাদের কাপড় এনে দেন
অথচ নিজে পুরনো কাপড় পরেন।
বাবার সব কাজে মা সাহায্য করতেন
বাবা বলতেন “তুমি না থাকলে আমার কোন দশা যে অইত”।
আজ বাবা নেই তবু বাবার অভাবটা বুঝতে পারছি না।
এখন মা একা পরিবারটা সামলে নিচ্ছেন।