সাতে পাঁচে কবিতায় বিপ্লব গোস্বামী

জন্মদিনের চাওয়া
হাসি দিয়ে লুকালে যদি মম সবটুকু বেদনা
মম তরে আজীবন হাসো প্রিয় এটুকুই বাসনা।
চরণে দিও ঠাঁই হে প্রিয়, করতে তব বন্দনা
আজ তব জনম দিনে করি তব শুভ কামনা।
কি আছে দেওয়ার প্রিয়,কি আছে বলার
যা কিছু আমার প্রিয় সবই তব উপহার।
হৃদ বাগের সদ্য ফোটা কুসুমের হার
করিব তোমায় দান করে তোমাতেই ধার।
না দেব অমূল্য ধন, না দেব গোলাপ
আজ না হয় করে গেলাম শুধুই প্রলাপ।
বঙ্গ তব সৃষ্টি কভু করবেনা অপলাপ
প্রাপ্তি যেন হয় তব কাঙ্খিত সর্বচ্ছো ধাম।