দেশ-অন্তর সংসর্গ তে বিপ্লব গোস্বামী (আসাম)

কাজের মাসি
আমাদের পুরোনো কাজের মাসি
কথায় কথায় হাসে,
খাওয়ায় পরায় স্নান করায়
সত্যি খুব ভালোবাসে।
মাসির কাছে রেখে আমায়
মা যান রোজ অফিসে,
যা কিছু চাই তা’ই তো পাই
সব যোগায় মাসি যে।
দুষ্টামি আর আবদারেতে
মা দেন বকুনি,
মাসি আমায় সব’ই দেয়
যা চাই যখনি।
দুষ্টামি আর আবদারেতে
মাসি শুধু হাসে,
মায়ের চেয়ে মাসি আমায়
বেশি ভালোবাসে।