গুচ্ছ কবিতায় বিপ্লব গোস্বামী

১| বীর লাচিত
প্রবল প্রতাপি বীর লাচিত
আহোম সেনাপতি,
হানলেন আঘাত বজ্রসম
ভেদল মোগল ছাতি।
তাঁর ভয়েতে মোগল সেনা
পালাতে হলো বাধ্য,
গেরিলা কৌশল ভেদ করা
হয়নি কারো সাধ্য।
যার দর্পে বীর্যে সৌর্যে
পলাল রাম বাহিনী,
ইতিহাসে লেখা আছে
বীর গাঁথা কাহিনী।
আজো তাঁর অমর কথা
ঘরে ঘরে উচ্চারিত হয়,
সবার চেয়ে স্বদেশে বড়
দেশের চেয়ে মামা বড় নয়।
২| দুঃসময় শিক্ষা দেয়
শরীরটা ভালো নয়
ভালো নেই মন,
দুঃসময়ে কাছে চাই
আত্মীয় স্বজন।
দুঃসময়ে দূরে সরে
স্বার্থান্বেষী যারা,
সর্বক্ষণ পাশে থাকে
শুভাকাঙ্ক্ষী তারা।
দুঃসময় চিনিয়ে দেয়
আপন আর পর,
ভালো করে বুঝিয়ে দেয়
ভালোবাসার দর।