সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

ট্রাফিক জ্যাম
নীলিম কুমার
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
বাড়ি থেকে গাড়ি নিয়ে
বেরিয়ে আসার সময়
হঠাৎ আমি ভুলে যাই
কোথায় বেরিয়ে এসেছিলাম
তখন দৌড়াদৌড়ি করে আমি
ট্রাফিক জ্যামগুলিতে ঢুকে পড়ি
সেখানে আমার অস্বস্তি হয়
আর মনে পড়ে যায়
কোথায় আমি বেরিয়ে এসেছিলাম
বহু মানুষ আমাকে বলে
আপনাকে সেদিন ট্রাফিক জ্যামে দেখেছিলাম
হ্যাঁ, কে আমাকে ট্র্যাফিক জ্যামে দেখেছিল
তাকে মনে করার জন্য আমাকে
ট্রাফিক জ্যামে ঢুকতে হয়