T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন বিজয়া দেব

অনন্ত উৎসার
১
সেই রাতে হোলিকা দহনের পর তোমাকে দেখেছি
আগুনের অনন্ত উৎসারের ভেতর।
দেখেছি
আগুনের অযুত রঙের ফোয়ারার
ভেতর
তোমার অনন্ত অবিভাজ্য মুখ।
দু’হাতে মুখ ঢেকে
বলেছি, অনন্ত উৎসার! তুমি পরিব্যাপ্ত হও।
২
পথপাশে দাঁড়িয়ে আলোয় রঙিন মুখ।
আবীরে সাজানো তার নাকছাবির
একবিন্দু আলো। সারাদিনের হুল্লোড়ের পর
ধ্বস্ত পথের পাশের ল্যাম্পপোস্টে ঠেস দিয়ে
দাঁড়িয়ে সে নারী।
দু’হাতে মুখ ঢেকে বলি-
অনন্ত উৎসার, তুমি পরিব্যাপ্ত হও।
৩
প্রেমের উৎসব হোক, হোক না শুভাশুভের দ্বন্দ্ব!
পাশাপাশি অমারঙ, আলোরঙ,
প্রেমের উদবেল সুর সব ছিঁড়েখুঁড়ে
ছুটে আসছে সেই কালো ক্ষীণ
ন্যাংটো শিশুটি, দেহেমুখে রঙ তার
মাখিয়েছে মাতাল সময়।
দু’হাতে মুখ ঢেকে বলি -অনন্ত উৎসার ,
তুমি পরিব্যাপ্ত হও।