সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

গোল
পংকজ গোবিন্দ মেধি
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
গোল দিতে আনা বলটা অন্যে কেড়ে নিল
অন্যে গোল দিতে আনা বলটা আমরাও কেড়ে নিই
যে যত কাড়তে পারে
যত গোল দিতে পারে
জয়ের সম্ভাবনা ততই বেশি
সমাজে ল্যাং মেরে গোল দেবার সুবিধা বেশি
রেফারি দুর্বল খেলার মাঠ উঁচু- নিচু
এখানে জয়ের কথা নেই আহরণের কথা
শক্তি থাকা সবাইকে সমাজ এমনিতেও ভয় করে
নিজে আহরণ করে তারা সমাজকে তুষ্ট রাখে
তাঁরা গোল দেবার জন্য বল না ছুঁলেও হয়।