সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

শনি এবং রবিবার আমার কাছে আসবে না
সত্যকাম বরঠাকুর
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
আমি আমার শনিবার গুলি আপনাকে দিতে পারব না
কারণ, শনিবার গুলিতে আমি প্রচন্ড শীতে ডুবে থাকি
এত শীত, এত শীত , এত শীত যে
পৃথিবীর জন্মের আগের অলিখিত কাহিনিগুলিতেও
এত শীতের কথা পাওয়া যায় না।
এই শীত আমার সাধনার আশ্রয় পৃথিবীর সমস্ত উত্তাপের উৎস।
আমাকে খুঁজো না আমার রবিবার গুলিতে
রবিবার গুলিতে আমি বুকে ধারণ করে থাকি নির্জনতা
এত নির্জন, এত নির্জন, এত নির্জন যে
একটি গভীর অরণ্যে একটি গাছের পাতা
ধপাস করে খসে পড়লেই বুঝতে পারবে সেই নির্জনতার গভীরতা।
এই নির্জনতা আমার ট দিনের সংকল্প
জীবনের বাণী
শনি এবং রবিবার গুলিতে আমি আমার কাছে থাকি
কেউ এসো না আমার কাছে।