সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

কবিতার ভালোবাসা
রুদ্র সিংহ মটক
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
কী সবুজ হৃদয়ের এই আশা ,ভোরের শিশিরের মতো
স্বচ্ছ,উজ্জ্বল
আশা যদি না থাকে বুকে, আমি হাতের
তালুতে তুলে নেব
জ্বলে যাওয়া আশার একমুঠো তামারঙের ছাই
আর যদি জীবনও না থাকে, আমি বুকে
তুলে নেব ধবধবে সাদা আমার কফিন
আর একদিন যদি কবিতাও না থাকে
এই পৃথিবীতে
আমি আমার হৃদয়ে ঢেকে রাখব অল্প কুয়াশা
আর কিছুটা
কবিতা রঙের আকাশের নিঃশ্বাস।