সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

কবিতা
দেবানন্দ ভট্টাচার্য
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
তুমি আমার কাছ থেকে বিদায় নিয়েছিলে..
আমি তোমাকে বিদায় জানাতে পারলাম না
বিদায় জানানোটা এত সহজ নয়
নাজী ফুলের মালা গাঁথার মতো
একটা মুচকি হাসির মতো
বুকের ফুল্গুলি শুকিয়ে যায়
পুনরায় ফুটে উঠে
বুকের নদীগুলি শুকিয়ে যায়
পুনরায় নতুন কলেবরে জেগে উঠে
কাউকে বিদায় জানানো এত সহজ নয়
এখানে সোণারু ফুল ফুটেছে
লাল লাল কৃষ্ণচুড়া ফুটেছে
বাতাসে উড়ে আসছে ভালোবাসার খবর
আমি পুনরায় একবার তোমাকে
মনে করেছি
এক অন্তহীন রাতের শেষে
ঝলমল করে উঠা এক নতুন ভোরের মতো
তুমি আমার রক্তে জ্বলছ
যার জন্য আমি তোমাকে
বিদায় জানাতে পারছি না
আজও|