ভালোবাসার একটা ঘর
হরেন গগৈ
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ-বাসুদেব দাস
দাদু-দিদা গড়ে যাওয়া ঘরটাতে
এখনও আমরা একসঙ্গে থাকি
উত্তরে হাঁড়ি দক্ষিণে গরু
বিকেলের উনুনে মজার কথা বলে
বন্য স্বপ্নের সঙ্গে খেলা করি
পিতা-মাতা গড়েছে একই ঘর
পূর্বে ভাঁড়ার পশ্চিমে খোঁয়ার
না-খাওয়ার দিন উঠোনে বসে
এক টুকরো জমি বাগান করার স্বপ্ন দেখি
পুরোনো ঘর ভেঙে নতুন ঘর তৈরি করার জন্য
একটা নক্সা আঁকছি
উত্তর থেকে দক্ষিণে
পূব থেকে পশ্চিমে
বাস্তুশাস্ত্র মতে ঘরটা সাজিয়ে দেখছি
ছোট শিশুটি দৌড়ে এসে
আমার কানে ফিসফিস করে বলল
নতুন ঘর বানালে তোমাদের জন্য
একটা রুম আলাদা করে রেখ
জীবনের ভাটি বয়সে
বুকের ববচা বনে
প্রেমের শিস দিয়ে মেপে রাখবে সময়।