কবিতায় বুবুন চট্টোপাধ্যায়

ক্যামোফ্লাজ 

বাতাসের শরীরে নীল, নীল ছোপ।
জেগে ওঠা শিরার মতো।
দূর থেকে খুব রোগা লাগে।
সন্ধে নামলেই কাছে-দূরে ভেঙে যাওয়া আড্ডার মতো মিলিয়ে যাওয়া কোলাহল কুয়াশা ঘিরে ধরে।
বিনীত সম্পর্কের মতো ঠান্ডা পালক উড়ে যায় কোথাও।
সম্পর্কের ও আয়ু শেষ হয়। শুধু দহনের উত্তাপ পড়ে থাকে নদীতে, পাহাড়ে।
এইভাবে শিখে নিই ক্যামোফ্লাজ এ আলোর ব্যবহার।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।