দিব্যি কাব্যিতে বিবেক চৌধুরী

মানুষ বিপন্ন হলে
প্রেমিকারা গর্ভবতী হলে নিছক আটপৌরে ক্লান্তি মানুষের বিপন্নতা আনে
কে যে বলেছিলো…??
ক্ষুব্ধ ফিঙে? শুকনো নদী? বুনো লতাপাতা?
যাকগে, আমি তো কোনো গর্ভিনী মেয়ের ফুলো ফুলো হাত ছুঁয়ে দেখিনি
তার ঝরা চুলের শান্তিজল কিনে আনিনি।
অনেকদিন ধরেই আকাশবাণীতে তোমাকে মন্থর শোনাচ্ছিল,
ভেবেছিলাম পৃথিবীর অসময় তোমারও দাঁত ও ঠোঁট আহত করেছে,
আমাদের হা-পিত্যেশ সামাজিক ক্ষণগুলো কি করে যেন এলোমেলো হয়ে যাচ্ছিল, তুমি শুধুই আশ্বস্ত করতে – “দেখা হবে”
এখন মনে হচ্ছে একটা বায়ো-বাবল্ আমার বোকামিকে পাহারা দিচ্ছিলো,
কে যে কার প্রেম নিয়ে ধুলোখেলা করি…!!