T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় বিদ্যুৎ চক্রবর্তী

এ লাঞ্ছিত শরতে
একদিন…
কত ফিসফিস কথা শুনেছি স্পষ্ট আওয়াজে
হয়তো শুনিনি সপাট সহজ কথা
সরল আবাহনে ফিরিয়েছি মুখ অজানিতে।
অথচ একদিন…
ধরা দিয়েছিল কেউ পাহাড়ি পথের বাঁকে
আত্মসমর্পণে…
বলেছিল – চলো যাই নিরুদ্দেশের পথে,
তার চুলে বিলি কেটে কাঁধে রেখে হাত
আমি পৃথিবীর বুকে রেখে এসেছি
অমলিন কিছু নন্দিত কথা জলছাপ।
সেদিন…
দোলেনি বনানী, হয়নি ঝরনা লাঞ্ছিত
পথপাশে থাকা বৃক্ষেরা ছিল সাক্ষী।
শরৎ সকালে বয়েছিল শুধু অনাবিল কিছু পল
কথা কিছু ছলছল, হৃদয়ের কোলাহল।
আজ…
এ লাঞ্ছিত শরতে শুনি কথা যত অনাসৃষ্টি
অশ্রুকথার বৃষ্টি
অসুরের হাতে দুর্গারা আজ মৃত লাঞ্ছিত ধ্বস্ত
অথচ মানুষ উৎসবে মহাব্যস্ত।
আমি…
পথের পাঁচালি বুকে ধরে আজীবন
পথে নামি প্রতিবাদে, অসুর ধ্বংসে মেতেছে
যে দুর্গারা, তাদের পাশে – আক্রোশে…।