কবিতায় বিষ্ণু চক্রবর্তী

ঘুম নেই, ঘুম দাও
আমার সমস্যা শুনতে চাও
ভালোবাসো আমাকে,
তাই ভালো রাখতে চাও
কিন্তু সমস্যা সমাধানের কোনো রাস্তা
কেউ বাতলে দিতে পারো?
বছর বছর ধরে স্বপ্ন দেখি না,
বছরের সংখ্যা বাড়ছে,
রুখতে পারবে
আমার শোষিত জীবনের ধস
ভালোবাসো?
একটু বিষ দাও, না পারলে একটু ঘুম দাও
একটা স্বপ্নিল ঘুম।
দুটোর যা দিতে পারো,
শুধু শূণ্য শুভেচ্ছার অভিশাপ দিওনা।