প্রবাসী ছন্দে বিপুল বিহারী হালদার (রোম ইতালী )

মায়ের কথা
মা বলতো ছোট্ট খোকা,কথা শোনো আমার
বই পড়লেই নতুন কিছু,ইচ্ছা হবেই জানার।
জ্ঞান বাড়বে শব্দ চয়নের,হবে নতুন সংযোগ
দেখবে তখন বইয়ের প্রতি,হবে বেশি ঝোঁক।
মায়ের কথাশুনে,সেদিন থেকে,বন্ধু করি বই
বইয়ের পাতায় মোহর পেয়েই,বইতে ডুবে রই।
পাড়ার সবাই বলতো আমায় বই পড়ার পাগল
তাই নিয়ে শিক্ষাঙ্গনে উঠতো বড়ো শোরগোল।
আমি কি জানতাম সেদিন,এতোই বড়ো হবো
মায়ের কথায় বই পড়ে আজ,মহাশূন্যে রবো?
আজ আমি বহুদর্শী,বিশ্বের সবার কছেই চেনা
মায়ের কথা না শুনলে,আমায় পড়শী চিনতনা।
সেই কোন কালে বলেছিল মা-ছোট্ট একটি কথা
সে কথাটির,সেই শিশু থেকেই,মূল্য দিয়েছি যথা
জ্ঞান অর্জনে,পড়ার মধ্যেই থাকতাম আমি মেতে
তাইতো আমায় ডাকছে বিশ্ব,সোনার চাদর পেতে।