প্রবাসী ছন্দে বিপুল বিহারী হালদার (রোম ইতালি)

বিবেক দিচ্ছেনা নাড়া?
অনেক আগেই হারিয়ে ফেলেছি আমজনতারা
মেরুদণ্ড দৃঢ় রাখার অভ্যাস,
নইলে কি করে করছে ওরা চোখের সন্মুখেই
ধর্ষণ,খুন,মস্তানি আর সন্ত্রাস?
বিবেক বুদ্ধি লজ্জা ঘৃণা একদম ছুড়ে ফেলেই
পাতি কাকের মতো আছি বেঁচে,
ঋতু গুণে বর্ষাকাল,হরিণ চাটছে বাঘের গাল
তাই ‘ঘাটের মরাও’এখন নাচে।
স্বাধীন দেশে কোথায় এমন চলছে বলো না একটু?
দেখেও বিবেকে দিচ্ছেনা নাড়া?
বিবেক বাবু এখন ঘর জামাই কফিন বন্দীতে
বীর পুরুষরা হচ্ছে দেশের ভেড়া!
সামনে এগিয়ে দিচ্ছে,দেশ বাঁচাতে তরুণ সৈনিক
কুটনীতির চালে মারছে ওরাই,
সহমর্মিতা দেখিয়ে তোলে ভোটের বাজার দেশে
সব বুঝেও ভোট দিচ্ছি আমরাই।
লুটেপুটে খাচ্ছে,তাদের আমরাই বড়ো গোলাম
কিছু যদি পাই ছিটেফোঁটা পিছু পিছু ছুটে,
দুই উরুর মাঝে মাথা গুঁজে থাকি বাঁচার চেষ্টায়
প্রতিবাদ করতে পারিণা একটু মুখ ফুটে!!