|| শাম্ভবী সংখ্যা ২০২১|| T3 শারদ সংখ্যায় বাদল বিহারী চক্রবর্তী

জ্যোতির্ময়
মনে হয় কেবলি-আসছে ; আসবে জ্যোতির্ময়…
তাই অপেক্ষা করতে ক্লান্তি নেই আমার হয়তো বা আসবে…চোখ ধাঁধিয়ে দেখবো
সে আলেয়ার আলোকে।
হতেই তো পারে… কিছুকাল আগেও দেখিয়েছিলেন
সত্যজিৎবাবু অদ্ভুত এক প্রভাতী নিসর্গ- ঝিলিকি সকাল
সেদিনের সেই- অপূর্ব আলোর প্লাবনে স্নাত হয়ে কী উদাত্তকণ্ঠেই না গাইছিলেন গুপী -বাঘা /
…‘ আহা কী আনন্দ আকাশে-বাতাসে !
কবে আসবে- কে-ই বা জানে !
শুধু স্বপ্নালু চোখে ভাবতে ভালো লাগে যখন-
জনবিরল গাঁয়ের কোন সুবিন্যস্ত বাড়ির পূর্ব ও উত্তর কিংবা দক্ষিণে
যতদূর চোখ যায় কলাবতী ফুলের সান্ত্রিসুলভ মাথা উঁচুকরা
অভিবাদ্য উপস্থিতি আর বনফুলের হাতবাড়ানো
শ্যামলিমার রূপমুগ্ধতা দেখে দেখে তেপান্তরে শুয়ে থাকা
গগনছোঁয়া সুবিশাল ব্যাপ্তি নিয়ে যায়- যেন
অপলক দূরঅস্থ নদীতীর ঘাটশিলায়।
শারদ-সকালে অগ্নিকোণ হতে আলোর প্রক্ষেপ যখন
উত্তর দিগ্বলয়ের অদৃশ্য সীমান্তে প্রতিফলিত হয়ে
চোখ ধাঁধায়- তখন না জানি কোন্ ঐন্দ্রজালিক রুপোর / অনুজ্জ্বল পসরার সাথে এক হিরণ্ময়ী শোভায় চিত্রকল্প আমার
স্বর্গদ্বার উন্মোচন করার অনুভূতি জাগায়…!
আহা কী এক অনির্বচনীয় জ্যোতির্ময় !
যদি আসে কোনদিন… !