এলাটিন – বেলাটিন কবিতায় বর্ণজিৎ বর্মন
by
·
Published
· Updated
সবদিক শূন্য
সব কিছু ভেঙে দিলে এই অসময়ে
পূর্ণিমা-চাঁদের সম্পর্ক,
সবদিক শূন্য শঙ্খ ধ্বনি-
যা কিছু অর্জন রেখে দিলে
বোবাদের দরবারে ?
আমি চেয়ে থাকি-নীল সাদা ভাতের দিকে
শূন্যে উড়ে সহস্র ধুলো
চলে গেলেন অদ্বিতীয় কবি !
“ভাবি তোমায় মুখ দেখাব
মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে”
মেরুদন্ড সোজা,উচ্চ উচ্চারণ ধ্বনি
জলহীন পুকুরে হাঁসের বসবাস-
আকাশকে করতেন শাসন ।
দিনগুলি রাতগুলি
দশ আঙ্গুলে নেড়েচেড়ে
কবিতা কালের স্রোতে ভেসে দিলেন ,
অপেক্ষা নতুন সূর্যের দিকে তাকালো
আবার দেখা হবে,
আবার কি ফিরে দেখা হয় ?
সব দিক শূণ্য – এ বুকের পাখি উড়ে গেছে
পোষা – প্রতিধ্বনি কলরব ফেরে