T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন বর্ণজিত বর্মণ

পারাপার

গোপনে বাড়ছে ক্ষয়, তার নাম বসন্ত লতা
তুমি শুধু সাজাও কৌশল বার্তা

ওই শালবনে , মনবনে কার ছদ্মনাম লোভ
খাক হয় প্রতিদানের লালন , পালন পাঠে
ভুল প্রোপোজাল,
অদ্ভুত অন্ধকারে দগ্ধ নদী তবু হাঁটে

জল চায় চাঁদ-
আমি সিলেবাস, আমি ঘোড়াসওয়াড়ি

বাক্য থেকে বাক্যে কাঠের মানুষ পারাপার করি।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।