|| রথযাত্রা স্পেশাল – এ || লিখেছেন বর্ণজিৎ বর্মন

নিমন্ত্রণ
সেবার বর্ষায় কাঠুরে পাখিকে
নিমন্ত্রণ করেছিলাম
ফিঙ্গে পাখির বোনের বিয়েতে
সে সযত্নে এসেছে,
সঙ্গে বেনারসি শাড়ির গিফট প্যাকেট
এসে বাসর ঘরের শখের খাট
এর তিনটে পা খেয়ে ছে
কাক তা দেখে অবাক হয়ে গেছে
এখন নিমন্ত্রণ এর লিস্ট বানাতে গেলে
অনেকবার ভাবতে হয়।