গদ্যানুশীলনে বসুধা বসু

দ্বিতীয় অধ্যায়
কৃতি – “সেই কখন থেকে বলছি রেডি হতে, হলো তো দেরি!”
ঋত – “দাঁড়াও, খাবার তৈরী শেষ পর্বে।”
দুজনে রেডি হয়ে গাড়িতে উঠল।
কৃতির হাত ঋতের হাতের ওপর, মুখ জানলার দিকে করে, মনে ভেসে আসছিল পুরোনো কথা….
পাঁচ বছরের গভীর প্রেম অয়নের সাথে যখন ভাঙলো, কৃতি পুরো ভেঙে পড়েছিল, অনেক হাত পা ধরেও ফেরেনি অয়ন। দিনের পর দিন মানসিক অত্যাচার, নিজের স্বপ্নপূরনে বাধা, টাকা চাওয়া, বহুগামিতা, সব সহ্য করেও কৃতি চেয়েছিল অয়নকে।
কৃতির কানে এসেছিল একদিন বৌদি কে বলতে ” এরম মেয়েদের এরম প্রেম ভাঙে।”
বছর খানেক পর আলাপ হয় ঋতের সাথে। ঋত দিয়েছিল কৃতি কে ইচ্ছেডানা। ঋত দিয়েছিল স্বপ্ন উড়ান। আজ কৃতি নামী সংস্থার কর্নধার আর ঋত নামী ডাক্তার।
সেই প্রেমই সত্য যে তোমার স্বপ্নকে নিজের করে নেয়, যে তোমার কষ্টকে নিজের করে নেয়।
এভাবেও গল্প হোক।