প্রবাসী ছন্দে বিজন বেপারী (বাংলাদেশ)

বৃষ্টি বিলাস
বৃষ্টি এলেই মনটা ভীষণ
খোকার মতো হয়,
ইচ্ছে করে লেখায় মাতি
ভুলে সকল ভয়।
উঠোন জুড়ে বৃষ্টি ভেজা
খোকাখুকির দেখে,
বৃষ্টি বিলাস চাইছে মনে
ক’ফোটা জল মেখে।
স্মৃতির তলে ফের ছুটে যাই
নৌকা ভাসাই জলে,
খোকাখুকির উদোম নৃত্য
অঢেল সময় চলে।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
ছন্দ তালের সাথে,
বৃষ্টি আসুক চাইছে মনে
এমন মধুর রাতে।