T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় বন্যা ব্যানার্জী

বিহঙ্গ
নদীতে জল কাটা
দধি মঙ্গল
গায়ে হলুদ।
সবই হলো মেয়েটির
তবু বর এলোনা।
ট্যাক্সি চালক ই নাকি নিয়তি।
কার দোষ মাথা ঘামানোর সময় ছিল না তখন।
লগ্ন উৎরে যায়।
শেষমেষ বুড়ো বটগাছে ঝুলে রইলো তার
রজনী গন্ধা মালা।
…এখন আর কোনো নিয়ম নেই তার।
সবুজ মেখে মেলে দেওয়া ডানায় সুখেই আছে।