|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় বর্ণজিৎ বর্মন

আচ্ছা দিয়ে সন্ধ্যা শুরু
ডিপি চেঞ্জ – বান্ধবীর ,
নতুন বিভাবরী ফুটেছে
এখন শরৎ কাল আকাশে সাদা নরম মেঘের হাতছানি
মন খারাপ হয় না
এই সব দৃশ্য প্রস্ফুটিত হলে
যেমন আন্টিবায়টিক
কোনো দিন বিরক্ত নয়
শিউলির শরীর চনমনে করতে.
বলেছি তাকে ডিপি টা
অমাবস্যা মুক্ত পরীর স্বপ্ন দেশ
প্রতিউত্তর এলো-“আচ্ছা”
এই রকম ভাবে একটি কালার ফুল সন্ধ্যা শুরু হলো
আমি চেয়ে দেখছি স্কুল পাড়ার গলির মোড়ে সুবল কাকার দোকানে ।