মার্গে অনন্য সম্মান বিনয় ভট্টাচার্য্য (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৭৭
বিষয় – মাতৃভাষা / আত্মসম্মান / বৈরাগী

ভাষা দিবসের দাবী

সম্বৎসর প্রগাঢ় নিদ্রার শেষে জেগে উঠে বাংলা ভাষা দিবসের ভোরে
কত কান্নাকাটি কত প্রেম মিছিলে মিটিংয়ে বক্তৃতায় বাংলা ভাষা প্রেমে
ভাষাশহীদের স্মরনে কত গান,কত কাব্য রচনা – কতনা শপথ এই দুই বাংলায় ।
আমরা বাঙ্গালী ঢেউ তুলি
একইভাবে পদ্মায় গঙ্গায় ।
কেউতো কখনও তুলিনা দাবী একই ভাষাভাষি সন্তানেরা কেন থাকবে পড়ে
আইনের কন্টকিত বেড়ার এপাড় ওপাড় ।
পূর্ব ও পশ্চিম বার্লিনের মতো ভেঙ্গে ফেলে বিভেদ প্রাচীর ,কেন দুই বাংলা মিলেমিশে হবেনাকো একদেশ একপ্রাণ একাকার – এই প্রশ্ন ,এই দাবী তুলিনা সোচ্চারে ।
প্রশ্ন তুলিনা, ধর্মান্ধতা ছেড়ে কেন ভাঙ্গবেনা বাংলাভাষাভাষি মানুষের মিথ্যে ব্যবধান
ওপাড়ের ভাটিয়ালি সুর আর এপাড়ের বাউলের গান
রবীন্দ্র -নজরুল- জীবনানন্দ-জসিমুদ্দীন
যদি হয় বাঙ্গালীর সবাকার
তবে কেন সীমান্তের বেড়া ভেঙ্গে দুই বাংলা হবেনা একদেশ একমন একাকার !
দুই বাংলায় আপামর বুদ্ধিজীবী বঙ্গভাষা প্রেমী মানুষের মুখে
সোচ্চারে এই দাবী ওঠা আশু দরকার।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।