কবিতায় বাসুদেব বাগ

তুমি সুন্দর বলে
তুমি সুন্দর বলে হাতে
হাত নয়, তুমি হরিণী-র
দৃষ্টিতে মুগ্ধ করেছ বলেও
নয়, তুমি স্বপ্নে এসেছিলে
সেটা ও মিথ্যে।
তুমি সতত পাশে ছিলে
সুখ দুঃখের সাথী আছো
বলেই কি ভালোবাসি? তাও
কিন্তু নয়, গাত্রবর্ণে তুমি অপ্সরা—
সেটাও মুখ্য নয়।
মিথ্যের জগতে তোমার
স্নিগ্ধতা, আকুলতা, স্পর্শ
জড়িয়ে এখনো আমি জাল
বুনি, দেখতে পাই শীত গ্রীষ্মে
ঋতুর বদলে তুমি একই আছো।
সেটাই অবাক বিস্ময়!
থাকি বা না থাকি তুমি একই থেকো
কর্তব্যগুলো রয়ে গেলো, পারিনি
সম্পূর্ণ তা দিতে, শক্তি সাহস দিয়ে
নিজের সম্পূর্ণতা নিজেই গড়ে নিও।
অনুরোধ, বিদায় বেলায় চশমার কাঁচ ঝাপসা কোরোনা।