কবিতায় বিশ্বরূপা ব্যানার্জী

বন্ধু
মেঘ কে বললাম,
ও মেঘ শোন্
তাই শুনে এক মেঘবালিকা ছুটে এলো।
বলল এসে,
সময় নেই শোনার মতো,
ঝড়তে হবে অবশেষে।।
মুখের কথা মুখেই রইলো
ঝমঝমিয়ে বৃষ্টি এলো,
তারপরে ওই আকাশ খানা
নীল রঙেতে সেজে উঠলো।
চোখ পড়লো সবুজ মাঠে ।
পথের ধারের ঘাস গুলোকে
ডেকে বললাম,
বল্ না কথা আমার সাথে।
ঘাস বলল ,পাগল নাকি?
একটু আগে বৃষ্টিতে আমি
স্নান করেছি, স্নিগ্ধ হলাম
এখন আমি বড্ড কোমল॥
সবশেষে পথকে বললাম,
ও পথ আজ থেকে তুই
বন্ধু আমার।
ছাড়িস নে হাত।
একই সাথে চলবো দুজন
কখনও ছেড়ে যাস নে॥
পথ বলল,
একলা ছিলাম বন্ধু পেলাম
হাঁটতে থাক তুই আমার সাথে॥