কবিতায় বর্ণজিৎ বর্মন

১| গল্প

প্রতিটি ছায়াছবি থেকে
বেরিয়ে আসে এক একটা গল্পের ঠোঁঠ
আসর জমাতে হবে ফুটপাতে
গতকাল রাত কাটিয়েছি নৌকায়
একাদশী জ্যোৎস্নার সাথে
গল্পের সহবাস ফুটে উঠেছে
হারিয়ে যাওয়া ভোরের আকাশে

২| দেওয়ালে পিঠ

শশীর মালিনী বাস্তুভিটে
সমৃদ্ধিতে ভরপুর
কাহিনির বিভিন্ন পদক্ষেপে স্কেস পরে না ,
তবু কেন বিধু ? শশীর বার্ধক্যে
দেওয়ালে পিঠ
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।