কবিতায় বর্ণজিৎ বর্মন

গন্ধরাজ পাতিলেবু
একবার ভেবে দেখুন না হয়-
নিরক্ষর পাতিলেবু গুলি
আদর মেখে সস্নেহে চেপে রস নিন
কী সুস্বাদু –
পরম তৃপ্তিদায়ক-
সঠিক খাদক বোঝে
সেরকম প্রিয় পাঠক জানে
মেঘের বাড়িতে কোন পথে ঢুকতে হয়
কোন পথে বেরতে হয়
শালীনতা বজায় রাখাও
শেখা প্রয়োজন
বেহুদ্দাগিরীর সৌজ্ন্য কপি থাকে না ;
সার্টিফিকেট থাকে না
অথচ
মানবতার গাড়ি ভদ্র আকাশের গলি ঘুরে বেড়ায়
তুমি ভাবছ বিস্ময় প্রকাশ
পরিত্যক্ত স্থানের শব্দ ছড়িয়ে দিলেই কবিতা হয় –
না;
বারবার চাপ দিয়ে পাতিলেবু
তেতো তেতো পরিবেশ সৃষ্টি করে
বলছেন কেনো খেলেন না?
না তা কবিতা নয়
কবিতা অন্য জিনিস
বুকের ভেতর আগুন জ্বলে
পৌষের গোয়াল ঘরে হুকোর টান
মাঝির ছদ্মবেশ ভগবান
ভরসার অদৃশ্য ছাতা
কবিতা
গন্ধরাজ পাতিলেবু
আমার রাত জাগা সমুদ্র পাখি