কবিতায় বলরুমে বর্ণজিৎ বর্মন

শ্যামলীর চপের দোকান
গোধূলিতে সাজিয়ে রাখে
থরে থরে
আলুর চপ , বেগুনির চপ
ছিপছিপে শরীর তার
উপরে তাকে চিকেন পকোড়া
ঘুগনি নিচে
দুটি লেবু প্রতিদিন খেতে আসে
মেঘের লোভ হয়
বৃষ্টি যদি আনে
চিকেন পকোড়া জমিয়ে খাওয়া হতো
সে ছন্দ ছাড়া
উড়ে উড়ে যায়
পথে পথে বিবর্ণ বিষাদ এখানেই
সব রং নীল হয়
আকাঙ্ক্ষার পুকুরে নেমে আসে
তেলাপিয়া মাছ