কবিতায় পদ্মা-যমুনা তে ডা. বেনজীর আহমেদ

বর্ণ মালা
হরেক ফুলে ভরছি ডালা
ডালা তবু শূন্য
বর্ণ মালার ফুলে ফুলে
ডালা তবে পূর্ণ।
জুই,শেফালী, হাসনাহেনা
কত ফুলের নাম যে
বর্ণ মালায় মিশে আছে
মায়ের রক্ত ঘাম যে।
আমার মুখের প্রথম বুলি
আধো আধো শব্দগুলি
বর্ণ মালার রঙ্গে
মা,বাবা,দাদা,কাকা
কইছি নানান ঢঙ্গে।
বর্ণ মালায় ঘাম যে আছে
রক্ত মাখা লাল যে
রক্ত রঙে সেজে আছে
কৃষ্ণচূড়ার ডাল যে।
বর্ণ মালার নকশি জামা
আমার অঙ্গে অঙ্গে
ধন্য আমি ধন্য মাগো
জন্মেছি এই বঙ্গে।।