মার্গে অনন্য সম্মান বীরেন আচার্য্য (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৭৫
বিষয় – গোলাপ

কাঁটা

ছেলেটি রোজ দেখে মেয়েটিকে । গোলাপ বেচে ।
মেয়েটিও দেখে ।
সাহস থাকলেও সামর্থ্য ? দুজনেই পরিচয়হীন ।
ছেলেটি পকেটে দেখে মাত্র দশ টাকা । সাহস করে
এগিয়ে যায়…. ।
মেয়েটিও …।
একটা গোলাপ ? কত ?
তুই লিবি ?
একটা শিহরণ খেলে মুন্নির।
দেওয়া নেওয়া কি শুধু বড়নোকের ?
যদি দাম না লিই ?
এমনি ? কেনে ?
তুই রোজ দেকিস্ কেনে ?
তুইও তো-
ধ‍্যাৎ । আমার কেউ লাই –
আমারও।
কিন্তু আমাদের দুজনেরই যা আচে বড়নোকদের …
কিন্তু গোলাপে যে কাঁটা?
কাঁটা আছে বলেই ….
ছবি বৈষ্ণবীর আখরা থেকে ভেসে আসে….
” সই কেবা শোনাইল শ‍্যাম নাম …..”।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।