মার্গে অনন্য সম্মান বীরেন আচার্য্য (সেরার সেরা)

অনন্য সৃষ্ট সাহিত্য পরিবার

সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা পর্ব – ১২৪
বিষয় – হোলি / দোলযাত্রা / বাসন্তিকা

দোলের দোদুল দোলায়

মানুষ বাঁচে আশায় আশায় নিঃশ্বাসে প্রশ্বাসে
ভালোবাসা বাঁচে সবার পারস্পরিক বিশ্বাসে ।
বিবেক যখন বন্ধ‍্যা হয় লোভ-লালসার যূপকাঠে
মানবতার সন্ধ‍্যা নামে মোদের সাধের বিশ্ববাটে।
চ‍্যানেলে চ‍্যানেলে তরজা চায়ে উন্নয়নের ধোঁয়া
মানব জমিন থাকে পতিত , হয় না তাতে রোয়া ।
আমার আমার করিস্ কেন ওরে অবুঝ সোনা মন
মনের মানুষ সদাই কাঁদে কেমন সজল দুটি নয়ন ।
প্রাণাকাশে রবির কিরণ যেদিন থাকবে না রে ভাই
সেদিন তোর জন‍্য পৃথিবীতে ওরে জায়গা টুকু নাই ।
কেউ কিনিনা জায়গা মোরা ক্ষণিকের তরে আসা
নাই বা দিলি অন‍্য কিছু দে না শুধুই ভালোবাসা ‌ ।
কে বা আপন কে বা পর চললি স্বার্থের বড়াই করি
মানবতার মুখর গানে আয় না বিশ্ব ভুবন ভরি ।
ধর্মের প্রাচীর ভাঙ্ রে এবার রঙের বিচার আর নয়
রঙে রঙে রঙ্ মিশিয়ে আয় যৌবনকে করি জয় ।
বসন্ত যে ডাক দিয়েছে দোলের দোদুল দোলায়
কুমকুমে আবিরে রেঁঙে প্রেমের বাঁধনে আয় ।
ভেদাভেদ ভুলে এবার ভাই ছোটো বড় বিচার নয়
মতান্তর হোক প্রতি কাজে মনান্তরকে করি জয় ।
মহান যাঁরা থাকুক মহান আদর্শটুকু যেন পাই
এই ব্রত সাথে নিয়েই আয় দোলের দোদুল দোলায় ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।