ক্যাফে কাব্যে বিমলেশ

স্বজন হারা কামদূনি
শহর ছাড়িয়ে যেখানে মিশেছে আকাশ
ধূ,ধূ প্রান্তর শেষে সবুজ ক্ষেতে,
রাতের আধার এখনও কাটেনা যেথায়
পুষ্প ঝড়েনা, পরে অশ্রু নিভৃতে!!
বৃক্ষশাখা হঠাৎ কাঁপিছে
বায়ুহীন হয়ে পলাশ থেমেছে,
নব অঙ্গনে জাগ্রত সুরাসুর
রক্তধারা দেখো ওই নীরবে বহিছে!
নিয়তি নিয়েছে শত বাধা পেরিয়ে
কঠিন সবল প্রতিবাদীর ভাষা,
দিনের আলো ছিলো লুকিয়ে প্রাচীরে
মৃত্যু তাকে দেয়নি কোনো আশা!!
রাতের নিকষ আধার,ছিলো শ্রান্ত,স্তব্ধ
দূর কোলাহল মুছে এখন নিঃশব্দ
নিঝুম ভাঙা ঝিঁঝিঁ-র রোদন
রাহুর গ্রাসে আজ সেই রাত অভিশপ্ত!!
আনো পাহাড় ডিঙিয়ে সাগর ছাড়িয়ে
সহানুভূতির ঢেউ,
আনো জ্বালিয়ে প্রদীপ তালুতে ঢাকি
আরতি করবে কেউ!!
তোমরা শোনোগো বর্ষ শেষের ক্লান্ত ঘন্টা
শরৎ শেষে এসেছে আবার বরষা,
ঝড়া ফুলেরা মিছে শুয়ে আছে
হারিয়ে যাবে কি ভরসা???
তবু জ্বলে ওঠে আজ বিচারের দাবি,
সহ নাগরিক আর শত চিৎকার,
লৌহ-কপাট ভাঙা মুষ্টি বায়ুতে
রন-হুঙ্কারে ভাসে কামদূনির কঠিন অঙ্গীকার!!!!
জয়ী হবেই বিচারের বাণী