T3 || লক্ষ্মী এলো ঘরে || বিশেষ সংখ্যায় অদিতি সেনগুপ্ত

উত্তরণ
নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা–
আজ আর হয় কিনা জানিনা!
মূল্যবোধ হারিয়ে গেছে বহুদিন হলো, তার সঙ্গে খুঁজে পাওয়া যাচ্ছে না মনুষ্যত্বকে,
ওদের সন্ধানে যাওয়া বিবেকও ফেরেনি আর…
কিন্তু তাও, আচ্ছে দিন আসছে!
উন্নত হচ্ছে প্রযুক্তি আর সেইসঙ্গে,
স্মার্ট থেকে স্মার্টেস্ট হয়ে উঠছে মানুষ…
দ্রৌপদীর বস্ত্রহরণের জন্য কোনো দুঃশাসনের প্রয়োজন নেই আজ,
অর্জুন নিজেই অবতীর্ণ সেই ভূমিকায়!
এদিকে বিনিদ্র শহরের অলিতে গলিতে সুর করে ভেসে আসছে,”দোল পূর্ণিমার নিশি, নির্মল আকাশ…”