ভালোবাসা বলতো কেমন?
তুমি আমার দূরের যেমন!!
তবে অনেক ভালোবাসি
দূরে থেকেও খুব কাছাকাছি।
এবার বলো– কেমন আপন?
বন্ধুর চেয়ে একটু কেমন!!
নাকি! পদ্মপাতায় শিশির যেমন–
স্বপনগুলো জাগিয়ে রাখে,
আলতো করে বুকেতে নেয়
না জেনে সব ভাসিয়ে চলে।
অনেক দামে কেনা স্বপন
আজ বিকোবো চোখের জলে।
তুমি যখন মুখ ফেরালে
নিঃস্ব হোলো বিশ্বচর–
দাম দিয়ে কেউ কিনবে কি আর
জমিয়ে রাখা চোখের জল।