।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় অসীম সাহা

দূর্গতিনাশিনী মা
শরৎ প্রভাতে তব আগমনে আজ দূগর্তিনাশিনী বন্দনা মহালয়া
আলোর প্রদীপ্ত শিখা প্রজ্জ্বলিত ঘরে ঘরে তোমারই আরাধনা।
অসুরেরা ক্রোধে, মন ভয়ে কাঁদে বিদায়ের লগন এলো বুঝি ঘনিয়া
মন্ত্রোচ্চারণে গঙ্গাস্নানে ভক্তজন, পবিত্র দেহে প্রার্থনায় ঘোচাও মনের কালিমা।
কৈলাশ নন্দনী মাগো দশভূজা তুমি-
তোমার আগমনে মর্তধাম সেজেছে, রঙিন হয়েছে ভূমি।
তুমি মৃন্ময়ী মাগো তুমি চিন্ময়ী, তুৃমি সপ্তসতী মাগো তুমি ত্রিনয়নী-
হে সুহাসিনী, সুখদাত্রী-নিঃস্ব জনের বিশ্বজননী।
তুমি যুগে যুগে বিপদতারিণি রূপে করেছো মোদের রক্ষা
দানব কূলের বিনাশে, শিষ্ট্যের পালন করে লালন করো এটাই দীক্ষা।
মাগো তুমি যোগমায়া হয়ে দুঃখ-দূর্দশা ঘুচিয়ে দাও ছায়া
তুমি অরূপা তুমি কৌশিকী, দৈত্য বধ ওগো মহামায়া।
তুমি যে ত্রিভুবনের ভার বহনকারী মহাবিপদ পরিত্রাণকারী
আজ পৃথিবী ভারাক্রান্ত তোমার পদার্পণে জানি হবেই শান্ত।
পূজার্চনা হবে ফুলে-ফলে সাজিয়ে, শঙ্খধ্বনিতে বরণ করবো তোমায়
চারিদিকে নব প্রাণের সঞ্চার, পবিত্র হবে ধরিত্রী তোমার রাঙা চরণের ছোঁয়ায়।