কবিতায় অভিজিৎ সাহা

ভেলা
এই ছিল বেশ! খেয়া
পারাপার-খেলা
তোমাতে আমার দেখা হল
গ্রীষ্ম-দুপুরবেলা
কাঠ ফাটা রোদ তেষ্টা ভীষণ
গ্রীষ্ম জুড়ে বর্ষা এল, তখন
অলকানন্দায় তলিয়ে গেল
কে বলো তো! হৃদয় না মন?
যতবার যেতে চাই, তল থেকে অতলে
অলকানন্দা তখন আমায় ডেকে বলে, ‘অ্যাই শোন্
এত তেষ্টা কিসের তোর, জ্বর এল নাকি?’
চোখের আলোয় দেখেছিলেম দুপুরবেলার ফাঁকি
তবুও মনে হয়, এই ছিল বেশ!
দুপুর-রোদের খেলা
অলকানন্দা না ছাই, ঘামের জলে
ভাসিয়েছিলেম ভেলা।