গদ্যের পোডিয়ামে অমিতাভ সরকার

মেঘের ছুটি বেলায়
অনেকদিন বাদে আবার সবার সঙ্গে দেখা হয়ে গেল
আজ ২১ শে জুলাই ২০২৩ শুক্রবার সন্ধ্যেটা খুব ভালো কাটলো
সবারই বয়স হয়েছে
জীবনটাও আর সে’রকম নেই
মুখগুলো কিন্তু কমবেশি একই আছে
তবে মনটার ব্যাপার ঠিক বলতে পারব না
যারা এসেছে সবাই অনেক কথাই বলছে
বেশিরভাগটাই জানা তবুও
সবই আবার নতুন করে শুনতে ইচ্ছে করছে
জীবনের রংধনু গল্পে টেবিল গ্লাস টী পট এরাও যে বেশ মশগুল
দেওয়াল ঘড়িটা চাইলেও তাই কেউই যে উঠতে চাইছে না
জানিনা এখানে কে কতটা ভালো আছে
সবার জীবনের প্রেক্ষাপটটা আলাদা
কারোর সাথে কারও মিল খোঁজার চেষ্টা করা বৃথা
প্রকৃতপক্ষে আমরা কেউই ভালো নেই
তবুও শ্রান্তির গোধূলিবেলার এই হঠাৎ দেখায় সময়ের পুরানো প্রেমগুলো আবার যেন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠলো
মানুষটা সামনে না থাকলেও
প্রেম প্রেমই থাকে
মাঝখান দিয়ে এতগুলো দিন যেন কী ভাবে পার হয়ে গেল
যা চলে যায় তা চলেই যায়
ফিরে আসে না
আমরা ছবি হয়ে শুধুই মনের তৃষ্ণা মেটাই।