T3 || আন্তর্জাতিক মাতৃভাষা দিবস || বিশেষ সংখ্যায় অমিতাভ সরকার

গভীর অসুখ
একদিন প্রতিদিন
বাড়ছে মনের ঋণ
যাপনার পাহাড়ে
গ্লামারের বাহারে
ভালো আর মন্দ
রোজকার দ্বন্দ্ব
তবু এটা করা চাই
ইংরেজি আগে তাই
সবার পছন্দ
বেশি স্বচ্ছন্দ
গালভরা ভারী নাম
ইংরেজি মিডিয়াম।
বাংলা মায়ের ভাষা
তবু কই ভালোবাসা
আগে এটা দরকার
বোঝা চাই সব্বার
সবাই সবটা জানে
তবু কি বারণ মানে
মায়ের মুখের কথা
শিখতে এতই ব্যথা
বাংলা অ-ব্যবহার
বাঙালির লজ্জার
তবু কারো হুঁশ নেই
চলছে যা যে কে সেই!