কবিতায় বলরুমে (গুচ্ছ কবিতা) অমিতাভ সরকার

১। ভুলের সহজ পাঠের পাড়া
পৃথিবীতে মশার কামড়ে সবচেয়ে বেশি লোক মারা যায়
সাপের সঙ্গে মশার পাড়াগত কোনো সম্পর্ক নেই
তবুও মানুষকে সাপের থেকেও বেশি ভয়
কখন যে কে কী বুঝে নিজেকে বড়ো ভাবে
কৃতকর্মের অবশ্যম্ভাবী ফলাফল -মুহূর্তগুলোর অজানা
ঠিকঠাক সময় দিলে অক্ষরও কালজয়ী
সব জেনেশুনেও তবু মনের আবর্জনা একই থাকে
যারা বাঁচতে চায় কবিতা তাদের জন্য
যে মরে যাবে তাকে আবারও মেরে কী লাভ
২। ফুল্লবিধুর বসন্ত প্রবাসে -বঁধুয়া যখন একলা
রাত অনেক হলো
মেঘগুলো গোটা আকাশজুড়ে ইতিউতি ইচ্ছে জড়ানো
তারারা এখনো ঘুমোতে পারেনি
পাখি জানলায় সুখ বসতে গিয়ে প্রাসাদ দেখে উড়ে দে-দৌড়
মনখারাপের খয়েরি ল্যাংচায় সব খাবারের স্টল এক
মনে যেটা হয়- বাইরে রোদের মুখ দেখে ভাবলেই সব গেল
– ভালোর ছেনালি এঁটোকাঁটায় কথার সব পথ প্রেমের ক্ষমাহীন ভুলে শুকিয়ে আজ- থ।
৩। হেতু
ভাবুকের দিনযাপনের হাসি – সম্মুখ
পথ নামছে সায়াহ্নের বাদল নদীর তীরে
আকাশ জুড়ে কথাকলির গেরুয়া মেঘ
কাজ পড়ে আছে অনেকটা দূর
পাখিরা শব্দের আড় ভাঙছে
যন্ত্রের খাবার থালায় কবির অতৃপ্ত
আত্মা
যাই, বসে থাকলে তো যা হচ্ছে সেটাও তো…